মীরসরাই ও বারইয়াহাট পৌরসভায় ৭ কেন্দ্র ঝুকিপূর্ণ

সংঘাতের আশঙ্কা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার মীরসরাই ও বারইয়াহাট পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দুই পৌরসভাতেই উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও টান টান উত্তেজনা এবং পরস্পরবিরোধী অভিযোগের শেষ নেই।
ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে গোলযোগের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভোটাররা একদিকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ হলেও অন্যদিকে উত্তেজনাকর পরিস্থিতির জন্য শঙ্কাবোধও করছে।
অনুসন্ধানে জানা গেছে, মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড (মীরসরাই পাইলট), ৭নং ওয়ার্ড (কবির মেমোরিয়াল), ৮ নং ওয়ার্ড (নাজিরপাড়া), ৯নং ওয়ার্ড (কালামিয়ার দোকান) উক্ত চারটি ওয়ার্ড এবং বারইয়াহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড (বোর্ড অফিস), ৪নং ওয়ার্ড (গার্লস স্কুল) ও ৮নং ওয়ার্ড (কেরানী বাড়ি) উক্ত তিনটি ওয়ার্ড সর্বমোট ৭টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। তবে প্রশাসনের হিসেবে দুই পৌরসভায় ৬টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামেও জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হুমকিতে ৩ ইউনিয়নের বোরো ও রবিশস্যের আবাদ