মীরসরাই ও বারইয়াহাটে বিএনপির পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর বাজারে বিএনপির দুপক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার দিনভর দুপক্ষের মধ্যে উত্তেজনা ছিল মীরসরাই ও বারইয়াহাট পৌর এলাকাজুড়ে।

উপজেলা ও দুই পৌর বিএনপির বর্তমান কমিটি তথা নুরুল আমিন গ্রুপ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে মীরসরাই সদরে। আবার সাবেক দুই পৌর কমিটির নেতাকর্মীরা তথা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের পক্ষের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বারইয়াহাটস্থ মহাসড়কের পাশে।

উপজেলা ও পৌর বিএনপি : গতকাল বিকেলে মীরসরাই সদরে উপজেলা ও দুই পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, সালাউদ্দিন সেলিম, নুরুল আফছার ও জামশেদ আলম।

বারইয়াহাট পৌর যুবদল : বারইয়ারহাট পৌর বাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। গতকাল উপজেলার বারইয়ারহাটে এ কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলটি ঢাকাচট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন কিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, কামরান সরোয়ার্দি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, যুবদল নেতা মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বারইয়ারহাট পৌর বাজারে কাশবন হোটেলের সামনে রবিবার রাতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা করে। তাদের হামলায় একাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৯টায় বারইয়াহাটে বিএনপির দুপক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলায় অন্তত ১৫ জন আহত হয়। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বারইয়াহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এক পক্ষের নেতা কর্মীরা থানায় এসে মাঈনুল ইসলাম রাহাত বাদি হয়ে ৩০ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। আমরা মামলা নিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নিবো। আবার অপর পক্ষও অভিযোগ দিলে তাও তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধমো. দিদারুল আলম
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে কাজ করার আহ্বান