মীরসরাই এসো’ চট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষা

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

 

মিরসরাই এসোসিয়েশনচট্টগ্রামের মেধা বৃত্তি পরীক্ষা গত ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ৩০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এর আগে অধ্যক্ষ অধ্যাপক সামস্‌ উদ দোহাকে আহবায়ক ও মো.আইয়ুব আলীকে সদস্যসচিব করে পরীক্ষা কমিটি গঠন করা হয়। মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে, সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেন, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ ইউনুছ ভূঁঁঁঞা, তৌহিদ উদ দৌজ্জা ভূঁঁঞা, ইঞ্জিনিয়ার হামিদুল হক, বেলায়েত হোসেন, মানিক রতন শর্মা, মেহেদী হাসান চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, তাওসিফ ইমরাজ শিহান, অ্যাড. এমরান উদ্দিন স্বপন, মো. ইসমাইল নিজামী সবুজ, শরফুদ্দীন কাশ্মীর, মো. নুরুল আলম, মাহবুবুর রহমান পলাশ, মাঈন উদ্দিন, রনজিৎ ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ সরকারের আমলে মাদরাসা শিক্ষার উন্নয়ন হয়েছে
পরবর্তী নিবন্ধগশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী