মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা ও এসোসিয়েশনের বরেণ্য ব্যক্তিদের স্মরণসভা হালিশহরস্থ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে। সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন ও অর্থ সম্পাদক প্রকৌশলী হামিদুল হক গত বছরের কার্যবিবরণী ও অর্থিক প্রতিবেদন তুলে ধরেন। বক্তব্য দেন, ক্লিফটন গ্রুপের পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, আব্দুল মান্নান, মহিউদ্দিন শাহ আলম নিপু, কামরুল হাসান হারু, অ্যাড. মুজিবুর রহমান ফারুখ, লায়ন তাহের আহমদ, কামরুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক মনি, আব্দুল হাশিম চৌধুরী, প্রফেসর আলমগীর হোসেন, এস এম মহিউদ্দিন, ছাবের আহমদ নিজামী, মো. ইউনুছ ভূইয়া, তৌহিদ উদ দৌজা ভূঁইয়া, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, আনোয়ারুল আজিম চৌধুরী, তাওসিফ ইমরাজ শিহান, লায়ন রাশেদা আক্তার মুন্নি, নিজাম উদ্দিন হারুন, এহছানুল আজিম লিটন, অ্যাড. এমরান উদ্দিন স্বপন, মো. ইসমাইল নিজামী সবুজ, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন প্রমূখ। দ্বিতীয় পর্বে ক্লিফটন গ্রুপের এমডিএম জালাল উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন, প্রফেসর ড. এম সুলতান উল আলম, শাজ নোওয়াজ সিদ্দিকী ও মৃত্যুবরণকারী অন্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











