মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভা

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

মিরসরাই এসোসিয়েশনচট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত বুধবার মিরসরাই ভবনে এক প্রস্তুতি সভা সভাপতি কালু কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় হালিশহরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে সাবেক ভবন নির্মাণ কমিটির আহবায়ক ও দাতা সদস্য মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরীর ঘোষণাকৃত কম্পিউটার অনুদান তার পরিবারের পক্ষ থেকে নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

সভায় ১ সেপ্টেম্বর শুক্রবার মেধাবৃত্তি পরীক্ষা ও গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুছ ভূইয়া, তৌহিদ উদ দৌজা, এ জেড এম সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন, মানিক রতন শর্মা, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, আরিফ মঈনুদ্দীন, লায়ন রাশেদা আক্তার মুন্নী, সাবের আহমদ নিজামী, মোহাম্মদ আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, এমরান উদ্দিন স্বপন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মশারি বিতরণ
পরবর্তী নিবন্ধযাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার