আসন্ন মীরসরাই পৌর নির্বাচনে মনোনয়ন পেতে নেতাদের নিকট দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য ৭ মেয়র প্রার্থী। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী আগামী ডিসেম্বরেই পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মীরসরাই পৌরসভাও রয়েছে বলে জানান মীরসরাই উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসাইন। সেই নিরিখে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। দিন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাঁপ দৃশ্যমান হয়ে উঠছে।
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, সরকার ঘোষিত নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে আমাদের প্রশাসনিক প্রস্তুতিও চলছে। সেই অনুযায়ী নভেম্বরেই হতে পারে তফসিল ঘোষণা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে থাকবেন বলে জানান বর্তমান পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন। এছাড়া আরও সম্ভাব্য ৬ প্রার্থী জোর লবিং শুরু করেছেন।
বর্তমান মেয়র গিয়াস উদ্দিন বলেন, পৌরসভায় হাসপাতাল, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগসহ অনেক উন্নয়ন কাজ করেছি, আশা করি সেই কাজের মূল্যায়ন করবে। সাবেক মেয়র এম শাহজাহান বলেন, মানুষের সাথে ছিলাম আগামীতেও থাকতে চাই, অবশিষ্ট মূল্যায়ন নেতার কাছেই অর্পণ করছি। মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি সিরাজউদ্দৌল্লাও মনোনয়নের জন্য চেষ্টা করেছেন বলে জানান। তিনি বলেন, লিডার আমার দিকে চাইলে সর্বস্ব দিয়ে তাঁর মর্যাদা অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।
মীরসরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনও সম্ভাব্য একজন প্রার্থী। তিনি বলেন, নৌকার জন্য কাজ করে যেতে চাই। এছাড়া গত একাধিক নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মাস্টার এনামুল হক। তিনিও এবারের সম্ভাব্য মেয়র প্রার্থী। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল আবছার সেলিম এবারের নির্বাচনে মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এছাড়া গত পৌর নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা কারী আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার পুত্র সোহেল চৌধুরীও প্রার্থী বলে জানা যায়। মীরসরাই পৌরসভায় আওয়ামী লীগের ৭ প্রার্থী কেউ কারো চেয়ে কম নয়। সবাইকে মাঠে সরব ও শক্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। বিএনপি থেকে কে প্রার্থী হবেন তা এখনো জানা যায়নি। জাতীয় পার্টি থেকে উপজেলা জাপার সভাপতি এরশাদুল্লাহ প্রার্থী হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে তিনি এখনো কোন বক্তব্য জানাতে রাজী নন।
উল্লেখ্য যে, মীরসরাই পৌরসভার বর্তমান আয়তন ১০.৫০ বর্গ কিলেমিটার। মোট জনসংখ্যা ১৬,২১৮ জন। পুরুষ ৭,৬৯৫ জন এবং মহিলা ৮,৫২৩ জন। মোট ভোটার ১১ হাজার ৭৬ জন।