মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করল সিআইইউ ব্যবসা অনুষদের শিক্ষার্থীরা

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

সিআইইউ বিজনেস স্কুলের জেনারেল ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের একদল শিক্ষার্থী সমপ্রতি মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন, যা বর্তমানে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড), মিরসরাই নামে পরিচিত। শ্রেণীকক্ষের কার্যক্রম এবং পাঠ্যক্রমের পরিপূরক হিসেবে সমপ্রতি এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অর্থনৈতিক অঞ্চলটির বিশাল পরিসর, অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর অফিস কনফারেন্স রুমে শিক্ষার্থীদের জন্য একটি বিস্তারিত ব্রিফিং সেশন আয়োজন করা হয়, যেখানে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

ব্রিফিং সেশনে জানানো হয়, বর্তমানে চীন, কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের অংশগ্রহণে অন্তত ১৫টি বিদেশি ও যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কারখানা বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। এছাড়া, ২০টিরও বেশি শিল্প ইউনিট নির্মাণাধীন রয়েছে এবং মোট ১৫২ থেকে ১৫৫টি শিল্প ইউনিট স্থাপনের জন্য ইতোমধ্যে অনুমোদন প্রদান করা হয়েছে।

এসময় বেজা অফিসের উপপরিচালক ও প্রধান, মো. তায়েবুর রহমান শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক এঙপোজার ভিজিট আয়োজনের জন্য সিআইইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে আগামী বছরগুলোতে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে আরও অনেক দেশিবিদেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।

এই পরিদর্শন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতা’র বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধথানা থেকে লুন্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব