মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও নলকূপ স্থাপনের ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটির ব্যয় ৭৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৮ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের ‘কন্সট্রাকশন অব নাম্বার ওয়ান ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন অ্যাট মীরসরাই, চট্টগ্রাম’–এর অতিরিক্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ২০২২ সালের ২৬ মে সিসিজিপি সভার অনুমোদনক্রমে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি শোধনাগার ও নলকূপ স্থাপন’ প্রকল্পের আওতায় মীরসরাই, চট্টগ্রামে ১টি ৫০ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন কাজ যৌথভাবে জেডএইচইস, বিওডব্লিউ এবং এসএমইডিআরআইসি, হংকং –এর সঙ্গে ৪৩৯ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকায় ক্রয়ের চুক্তি করা হয়।
চুক্তিতে ৮০০ মিমি ডায়ার ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের বিষয় থাকলেও বাস্তবে ১০০০ মিমি ব্যাসের ট্রান্সমিশন পাইপলাইন স্থাপন কাজ ও মাটি ভরাট কাজ অন্তর্ভুক্ত হওয়ায় ভেরিফিকেশন বাবদ চুক্তির অতিরিক্ত ৭৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়।