মীরসরাইয়ে ৯ প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার বড়তাকিয়া ও আবুতোরাব বাজারে গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদের দায়ে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। তিনি জানান উপজেলার বড়তাকিয়া বাজার ও আবু তোরাব বাজারে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোট ৯টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আবার একই দিন অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে মীরসরাই সদরের মীরসরাই ক্যাফে নামক রেস্টুরেস্টে জরিমানা করেন অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের।












