মীরসরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও চলাচলের রাস্তায় মালামাল রাখার দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের।
জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অপরিচ্ছন্নতার অভিযোগে নিউ আল মদিনাকে ৫ হাজার টাকা, রয়েল বাইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ক্যাফে আবুতোরাবকে ২ হাজার টাকা এবং চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ফাতেমা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার আবুতোরাব বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অপরিচ্ছন্নতার অভিযোগে তিনটি হোটেলকে ১২ হাজার টাকা এবং চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ফাতেমা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকসে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।