মীরসরাইয়ে ২১ মামলার আসামি সাইদুল ইসলাম নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার খিলমুরারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার সাইদুলের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজি ও মাদকসহ ২১টি মামলা রয়েছে। যার মধ্যে ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাবের একান্ত বিশ্বস্ত সহযোগী হিসেবে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ২১ টি মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।