মীরসরাইয়ে র্যাবের অভিযানে প্রায় ২০ লাখ টাকার ইয়াবাসহ হোসাইন আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই হাদিফকিরহাট এলাকায় তাকে আটক করা হয়। এসময় ৬ হাজার ৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিছু মাদক ব্যবসায়ী যাত্রীবেশে মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার খবর আসে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে র্যাবের একটি টিম মীরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে সেটি চেকপোস্টের সামনে থামে। এসময় ওই গাড়িতে থাকা এক ব্যক্তি কৌশলে পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটককৃত আলী হোসাইন কক্সবাজার সদরের দক্ষিণ সাহিত্যকা পল্লী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। এরপর তার কাছে থাকা ব্যাগের ভেতর ৬,৫৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজারে সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।












