মীরসরাইয়ে ১০ দিনব্যাপী লালন উৎসব শুরু

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার লালন অনুসারী প্রতিষ্ঠান আরশিনগর ফিউচার পার্কে ১০ দিনব্যাপী লালন উৎসব উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৭টায় পার্কের মুক্তমঞ্চে প্রখ্যাত লালন শিল্পী সমীর বাউল ও তার দল বাউল গানে মাতিয়ে তোলে পুরো প্রাঙ্গন। আবীর বাউল, সারগাম সালমা, জলি বাউল, নিতু বাউলসহ বাউল দলের গানে বিশেষ লালন মূর্ছনায় সম্মোহনে আত্মহারা হয়ে উঠে দর্শক শ্রোতা। শুরুতেই আরশিনগরের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন দিদার জানান দেন ১০ দিনব্যাপী দেশের বিভিন্ন স্থান থেকে লালন শিল্পীরা এখানে এসে সমবেত হবেন। করোনার জন্য দীর্ঘদিন লালন গান বন্ধ থাকলেও এখন আবার এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় একে একে লালন কি জাত সংসারে, চাতক বাঁচে কেমনে, আল্লা বল মনরে পাখি, তিন পাগলে হলো মেলা নদে এসে, তরীতে বাসনা জাগেসহ হরেক রকম জনপ্রিয় লালন গান সবাইকে মুগ্ধ করে। আরশীনগরের প্রতিষ্ঠাতা দিদার জানান, প্রতিদিন কুষ্টিয়া থেকে নতুন নতুন শিল্পীসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা আসবেন এই মুক্তমঞ্চে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় এক রাতে কৃষকের ৬ গরু চুরি
পরবর্তী নিবন্ধচবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আজ