মীরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকা থেকে ১০৫ লিটার দেশীয় চোলাই বাংলা মদ সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি আলিম উল্লাহ প্রকাশ বাদশা ( ৩০)।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ পরিদর্শক (অপারেশন) দীনেশ চন্দ্র দাস ও এসআই রাজিব তালুকদারের নেতৃত্বে পুলিশ দল সোমবার (২৪ জানুয়ারি) রাতে চালানকালে গোপন সূত্রে খবর পেয়ে উক্ত বাংলা মদগুলো সহ বাদশাকে হাতে-নাতে আটক করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদকের মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।