মীরসরাইয়ে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণমীরসরাইয়ে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে মীরসরাইয়ের আবুতোরাবে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা মায়ানী শাখার উদ্যোগে এবং অনুকুল ফাউন্ডেশনের অর্থায়নে ৫শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা গত শনিবার আবুতোরাব বাজার সংলগ্ন অপকার মায়ানী শাখার কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অপকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং মনিটরিং অফিসার গাজী মোস্তফা টিংকুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অপকার ট্রেজারার অধ্যাপক আলা উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১১নং মঘাদিয়া চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার, আবুতোরাব বাজার কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আবারো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নিদের্শিত মাস্ক পরিধান করা, বারবার হাত ধোয়া, সামাজিক দূরুত্ব বজায়সহ ১১টি নির্দেশনা যথাযথভাবে মানতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ শিশু পরিবারে বার্ষিক পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আবদুল কাদের জিলানী (র.) মাদ্রাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প