মীরসরাইয়ে হেলথ এসিস্ট্যান্ট এসো’র কর্মবিরতি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন মীরসরাই উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।
গত ২৬ নভেম্বর সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এসময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও আহ্বায়ক ভগিরত চন্দ দে, দাবি বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল্লাহ, স্বাস্থ্য – সহকারী কাকলী রানী দাশ, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন মীরসরাই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সভাপতি কাজী সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদুর্গতদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি