মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টায় মীরসরাই পৌর সদরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আলমগীর উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব বামনসুন্দর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ডিলারশিপ নিয়ে মবিল সরবরাহের কাজ করতেন।
জানা যায়, আলমগীর পৌর সদরে অবস্থিত কোর্ট রোড দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠছিলেন। এ সময় একটি অজ্ঞাত ট্রাক এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পাশ্ববর্তী সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত কোর্ট রোড ও কলেজ রোডের মুখের মহাসড়ক অংশে সবসময় কিছু লেগুনা একের পর এক সারি হয়ে দাঁড়িয়ে থাকে। এতে মহাসড়কে উঠার সময় যানবাহনগুলো সড়কের অন্য গাড়ির গতি দেখার সুযোগ থাকে না। আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, এর পরও কারো টনক নড়েনি। এখন আবার এই যুবকের মৃত্যু হলো; যা খুবই দুঃখজনক।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি। সড়ক দুর্ঘটনায় এ মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে দিনে মৃত্যু বেড়ে ৩৬, শনাক্ত ৮৩৫৯
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাত ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা