মীরসরাইয়ে সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

যুবক আটক

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড়সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ঈদ বাজারকে টার্গেট করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে এই সব কাপড় আনে সে। গতকাল শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি হাইচ গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রিপিস জব্দ করা হয়। এসময় হাইচের চালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের ছেলে মোহাম্মদ সোহাগ (৩২) আটক করা হয়েছে। শাড়ি পাচারের ব্যবহত হাইচ গাড়িটি জব্দ করা হয়ছে।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় কাপড়সহ হাইচের চালক সোহাগকে আটক করা হয়। এ ঘটনায় মীরসরাই থানায় মামলা দায়েরসহ আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুরে বর্ষবরণের প্রস্ততিসভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা নৌ-স্কাউটসে র‌্যালি ও আলোচনা সভা