মীরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে গভীররাতে কুপিয়ে জখম

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে গভীররাতে নিজ ঘরে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে কেয়ারটেকার টিপু (৪২) তার জন্য সকালের নাস্তা নিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজন ও পরিবারকে খবর দেয়। পরে ভাই আশিক ইকবাল চৌধুরী এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল থেকে মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন তার গলায়, মুখে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠিসহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছোট ভাই আসিফ ইকবাল চোধুরী বলেন, ভাই সুস্থ হলে হামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, বিষয়টি জেনে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে তার কেয়ারটেকার টিপুর কাছ থেকে জানা গেছে আগেরদিন দুই জন শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছিল। পরে আরো দুইজন মঙ্গলবার কাজ করার কথা। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবুও পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

উল্লেখ্য, জাহেদ ইকবাল চৌধুরী খৈয়াছড়া ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ ইউপি নির্বাচনে তাকে দল থেকে মনোনয়ন না দেয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকার সমাবেশে আজ লক্ষাধিক মানুষ জড়ো করার প্রস্তুতি আওয়ামী লীগের
পরবর্তী নিবন্ধস্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, কক্সবাজারে যুবকের যাবজ্জীবন