মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

‎‎মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১৮ অপরাহ্ণ

মীরসরাইয়ে মিনি পিকআপভ্যানের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

‎রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত মোহাম্মদ হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকার মিজি বাড়ির ছৈয়দুল হকের ছেলে বলে জানা গেছে।

‎নিহতের ভাতিজা ইমরান হোসেন জানান, রোবাবর রাতে তার জ্যাঠা বাড়ি থেকে ছরারকুল এলাকায় চা খেতে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপভ্যান সড়কের ধারে এসে তার জ্যাঠাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

‎এই বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়ে অবগত নয়। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকের স্বজন আহনাফের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার