মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

‎মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ৫:৩৬ অপরাহ্ণ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় খায়ের উদ্দিন ডালিম (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১১ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত খায়ের উদ্দিন ডালিম ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলোক দিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে বারইয়ারহাট কাঁচাবাজার এলাকায় তার ইলেকট্রনিক্সের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এই সময় বারইয়ারহাটের ধুমঘাট ব্রিজ এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, খায়ের উদ্দিন ডালিমের মরদেহ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির রক্তদান কর্মসূচি – SG60 উদযাপন