মীরসরাই স্থানীয় খবরিকার উদ্যোগে শীতের সাহিত্য আসর খবরিকা মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হয়। জয়নাল হোসাইন বাপ্পীর সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব পলাশ এবং নাজমুন ফারহার সঞ্চালনায় আসরে প্রধান অতিথি ছিলেন সাহিত্যানুরাগী মেজবাহ উল আলম। অতিথি ছিলেন কবি বনশ্রী বড়ুয়া, কবি শিরিন আফরোজ, আবৃত্তি কর্মী মুন্না চৌধুরী, কবি মাহমুদ নজরুল, শাহাদাত হোসেন লিটন, প্রফেসর শিমুল কান্তি ভৌমিক, হোছাইন সবুজ, রণজিত ধর প্রমুখ। কবি সমাবেশে ‘কবিতায় বঙ্গবন্ধ’ু শীর্ষক অনুষ্ঠানের জারিগানের রচয়িতা তাছলিমা চৌধুরী সুরভী, সুরকার রণজিত ধর, শিলপী নিপা মজুমদার, তন্দ্রা দাস, সুস্মিতা দেবী রিতু, অর্পিতা ও আনিকাকে পুরস্কৃত করা হয়। কবিদের সমন্বয়কারী হিসেবে পুরস্কৃত করা হয় কবি রিপন গোপ পিন্টু ও সানোয়ার ইসলাম রনি কে। সেরা কবি হিসেবে সম্মাননা প্রদান করা হয় কবি বনশ্রী বড়ুয়া রুমী ও শিরিন আফরোজ কে।