মীরসরাইয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত ১৬ জুন ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় করোনাভাইরাস প্রতিরোধে করণীয়, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা/স্যানিটেশন-পরিবেশ ও জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ/ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। এতে অতিথি বক্তা ছিলেন মেডিকেল অফিসার ডা. সরোয়ার হোসেন, মীরসরাই প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান, ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেকান্দর সওদাগর
পরবর্তী নিবন্ধসৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)’র ওরস ২৩ জুন