চট্টগ্রাম জেলা তথ্য বিভাগের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক কর্মশালা গতকাল বুধবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।
কর্মশালায় শিশু ও নারী বিষয়ক, বাল্যবিবাহ, স্যানিটেশান, মাদক ও জঙ্গিবাদ, করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা সাঈদ হাসান, ৬ নং ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৮ নং দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব, মাস্টার দিদারুল আলম প্রমুখ।