মীরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নুরুল আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে।
নিহত শিশুর দাদী মোছাম্মৎ জোৎস্না আরা জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার দুপুরে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দ্বীন ইসলাম তার ছেলেকে মারধর করতে আসে। কিন্তু তার ছেলেকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে মাথায় তুলে আছাড় মারে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, পারিবারিক কলহের জেরে শিশুর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












