মীরসরাই উপজেলা উন্নয়ন তহবিলের প্রকল্পের অধীনে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ১২টি বিদ্যালয়ে ৩৪ টি বৈদ্যুতিক পাখা এবং ৪০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন কার্যালয়ে উক্ত পণ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১২টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বৈদ্যুতিক পাখা ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, ইউনিয়নের ওয়ার্ড সদস্য ভিপি মোস্তফা, শাহ আলম, আহসানুল্লাহ, আশরাফ উদ্দিন ও রাসেল এবং মহিলা সদস্য ফেরদৌস আরা, হোসনে আরা, কাউসার আক্তার প্রমুখ।












