রৌটারি ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে গত রবিবার মীরসরাইয়ের মহালংকায় ৫০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটার ফল এডুকেশনাল মেটেরিয়াল ডিষ্টিভিউশন প্রোগ্রামের সহযোগিতায় মহালংকা মহিলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে রৌটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি রোটারিয়ান মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা, রোটারিয়ান নুর আলম কিরণ, রোটারিয়ান প্রফেসর এইচ, এন জাকারিয়া, রোটারিয়ান আহমেদ নুর, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, রোটারিয়ান শাহিন আক্তার চৌধুরি, রোটারিয়ান নাছিমা আক্তার ডেইজি ও জনাবা আক্তার। বক্তব্য রাখেন মহালংকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস প্রমুখ।











