মীরসরাইয়ের শতাব্দী ক্লাব আয়োজিত শতাব্দী এলিট কাপ দিবা–রাত্রী ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একইদিন রাত ৯ টায় ফাইনাল খেলায় মাইজগাঁও ক্রিকেট দলকে পরাজিত করে নাইন উইংস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ক্লাবের সভাপতি ও মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য এইচএম মাসুকের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, সমাজসেবক গোলাম মাওলা বাদল, বাওয়াছড়া পাবসস লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন, সমাজসেবক আবু জাফর, ক্লাবের সহ–সভাপতি মো. আরিফ হোসেন, এডভোকেট কামাল হোসেন শাহীন, সাধারণ সম্পাদক রনি ভৌমিক প্রমুখ। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক আদিল রায়হান জানান, প্রথম বারের মত শতাব্দী ক্লাব দিবা–রাত্রী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে চট্টগ্রাম শহর, ফেনী সহ মিরসরাই উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। আমরা টুর্নামেন্টে নতুনত্ব আনার চেষ্টা করেছি। খেলায় রান আউট সহ বিভিন্ন সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউ নিয়ে প্রজেক্টরের মাধ্যমে সীদ্ধান্ত দেওয়া হয়েছে। খেলাধুলাকে এগিয়ে নিতে ভবিষ্যতে আরো বড় টুর্নামেন্টের আয়োজন করবো।












