মীরসরাইয়ে লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষক আনোয়ার (৩৫) একই ইউনিয়নের পাশ্ববর্তী ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে। গতকাল রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, আমার ভাগিনী দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার তাকে লোভ দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে যায় এবং জোর করে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেয়া মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল বলেন, কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ধর্ষককে ধরতে পুলিশের টিম কাজ করছে। কিশোরীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পল্লী বিদ্যুতের তিন ট্রান্সফরমার চুরি
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির ছালাহ উদ্দীনকে চূড়ান্ত মনোনয়নের দাবি