মীরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের মেডিকেল ক্যাম্প

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গত ২৯ নভেম্বর দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি৪’র জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, সাবেক যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, ক্লাবের প্রতিষ্ঠাতা ও গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও লায়ন্স ইন্টারন্যাশনালের কোয়েস্ট চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া, ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল।

জেলা গভর্নর বলেন, আর্তমানবতার কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবাপ্রার্থী রোগীদের চিকিৎসা সেবা প্রদান প্রশংসনীয় উদ্যোগ। ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, প্রগ্রেসিভ ওয়েস্টের এ ধরনের আয়োজন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যাপক ভূমিকা রাখবে। সকালে এই আয়োজন উদ্বোধন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের এই আয়োজনে শতাধিক চশমা, রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ, নারী স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়, ১১৪ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সঞ্চালনা করেন ক্লাব কোঅর্ডিনেটর লায়ন রনি কুমার বড়ুয়া।

উপস্থিত ছিলেন, লায়ন সুমল বড়ুয়া, ক্লাব লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, লায়ন রনজিৎ বড়ুয়া রক্তিম, লায়ন মাহবুবুল আলম আজাদ, লায়ন রনি কুমার বড়ুয়া, লায়ন তমাল কান্তি বড়ুয়া, লায়ন রাজশ্রী বড়ুয়া জুঁই, লায়ন বেলাল হোসেন, লায়ন সুমিতা বড়ুয়া সুমি এবং লিও ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের সভাপতি সুস্মিতা বড়ুয়া পূর্ণা, সুপ্রিয়া বড়ুয়া, তরুণ বড়ুয়া, প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন, শিক্ষক রিগ্যান বড়ুয়া, সৈকত বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ শিশু পরিবার ও সেইফ হোমে স্কুল ফিডিং কর্মসূচি
পরবর্তী নিবন্ধ‘এইচআইভি আক্রান্তদের বিশেষভাবে চিকিৎসার আওতায় আনা প্রয়োজন’