মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া নাথপাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ১২নং খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা মীরসরাই থানা ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি)- কে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, “সকালে ঘুম থেকে উঠে রেললাইনের ওপর গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখি। এরপর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।”
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে এসে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি টিম পাঠাই এবং নিজেও ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি ট্রেন থেকে পড়ে মারা গেছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি)-কে অবহিত করা হয়েছে।”
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)-এর সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, “খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরনে ছিল জিন্স প্যান্ট ও কপি রঙের গেঞ্জি। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।”
লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।







