মীরসরাইয়ে রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, সকালে ঘুম থেকে উঠে রেললাইনের ওপর গিয়ে দেখি একটি লাশ পড়ে আছে পাশে। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে দ্রুত টিম পাঠিয়েছি এবং আমি নিজেও গিয়েছি। লাশ দেখে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।








