প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট গত শুক্রবার মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রায় হাজার খানেক কম্বল বিতরণ করেছেন।
এসময় যুবলীগ নেতা এলিট সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে গ্রামের খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়োবৃদ্ধ মুরুব্বিদের প্রতি। আজকের এই দিনে মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।
কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন, মঞ্জুরুল হাসান, ইমতিয়াজ অভি, লেখক ও সাংবাদিক আকাশ ইকবাল, যুবলীগ নেতা শওকত আজিম রিংকু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি শাখাওয়াত হোসেন বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফানুল আজিমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।