মীরসরাইয়ে মৃত মায়া হরিণ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে একটি মৃত মায়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শিল্পাঞ্চলের পুলিশ ফাঁড়ির পাশ থেকে এই মৃত মায়া হরিণটির মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসে সুরতহাল প্রতিবেদন তৈরির পর হরিণটিকে মাটিচাপা দেয় বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির পাশে মৃত হরিণটি দেখতে পায় পুলিশ। পরে বনবিভাগকে অবহিত করলে তারা মৃত হরিণটি উপকূলীয় বনবিভাগের মীরসরাই রেঞ্জ কর্মকর্তার অফিসে নিয়ে আসে।

উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধারকৃত হরিণটির মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিস স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মায়া হরিণটি রাতের কোনো এক সময় মারা যায়। মৃত হরিণটির শরীরের পেছনের কিছু অংশ অন্য হিংস্র প্রাণী কামড়ে ছিঁড়ে নেয়।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসি ও রাইফেল ক্লাব এলাকা থেকে আটক ২৬
পরবর্তী নিবন্ধআরিফুল হক জেমস