মীরসরাইয়ে মহিলা মেম্বার আটক

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মীরসরাই থেকে আওয়ামীলীগ সমর্থিত এক মহিলা মেম্বারকে আটক করেছে থানা পুলিশ। তিনি হলেন উপজেলার ৯নং সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথী (৩৫)। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

শামিমা আক্তার সাথী মীরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের সভাপতি। এ বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, সন্ত্রাস দমন আইনে ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে অস্তিত্ব বিপন্নের পথে হালদা নদী!
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে তিন দোকান পুড়ে ছাই