মীরসরাইয়ে মহাসড়কে ডাকাতের হামলা, আহত ৫

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ডাকাতের হামলায় আহত হয়েছেন ৫ জন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম, জাবেদ কাউসারসহ পাঁচজন। এদের মধ্যে জাবেদ কাউসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় প্রাইভেটকার যোগে সীতাকুণ্ডের বারআউলিয়া যাচ্ছিলেন রেজাউল করিমসহ পাঁচজন। রেজাউল করিম নিজে গাড়ি চালাচ্ছিলেন। নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছানোর পর মহাসড়কে গাড়িতে লোহার এঙ্গেল মেরে হামলা করে ডাকাত দল ৫টি মোবাইল সেট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় তাদের সবাইকে এলোপাথাড়ি কোপাতে থাকে ডাকাত দল। ডাকাতদল চলে যাওয়ার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে জাবেদ কাউসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি বা কেউ জানায়নি। আমি ও আমাদের টিম রাত ২টা পর্যন্ত ঢাকাচট্টগ্রাম মহাসড়কে টহলে ছিলাম। তবুও এ ব্যাপারে অভিযোগ পেলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

পূর্ববর্তী নিবন্ধলুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন
পরবর্তী নিবন্ধটেকনাফে একাধিক মামলার আসামিকে গুলি করে হত্যা