চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর বাসসের।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানটি বছরে ৭ কোটি ২১ লাখ পিচ পুরুষ বা বালক এবং নারী বা বালিকাদের টি শার্ট, ভেস্ট, পলো শার্ট, ওভারকোট, জ্যাকেট, স্যুট, ব্লেজার, ট্র্যাকস্যুট, সুইমওয়্য্যার, বাচ্চাদের পোশাক, ড্রেসিং গাউন ও অন্যান্য পোশাক তৈরি করবে। যার ফলে ১০ হাজার ১১২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
হানডার বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা দ্রুতই জমি হস্তান্তরের চেষ্টা করবো যেন নির্মাণ কাজ দ্রুত শুরু করা যায়।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা আপনার পাশে থাকব। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, পরিবেশ অধিদপ্তর কিংবা অন্য যেকোন সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে আমাদের জানাবেন, আমরা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।’
উল্লেখ্য, এখন পর্যন্ত হানডাসহ ৪৩টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৯৮৩.৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে। এর মধ্যে ৫টি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে, আরও ৪টি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং ২২টি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান। হানডার এই বিনিয়োগ বেপজা অর্থনৈতিক অঞ্চলকে একটি বহুমুখী, উচ্চমূল্যের শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।