মীরসরাইয়ে বৃদ্ধ বাবাকে নির্যাতন, ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বৃদ্ধ বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল চট্টগ্রামের তৃতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নানের আদালতে ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বাবা মফিজুল ইসলাম চৌধুরী। তার বয়স ৮৫ বছর। হাঁটতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলতে হয়।

মীরসরাইয়ের মধ্য মগাদিয়া তিনঘরিয়া টোলা আামির বক্স মিয়া বাড়ির বাসিন্দা তিনি। মফিজুল ইসলাম চৌধুরীর আইনজীবী জিয়া হাবিব আহসান দৈনিক আজীকে বলেন, বিদেশে কর্মরত থাকাকালীন বাদী তার কষ্টার্জিত অর্থ ব্যয় করে ছেলেকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করিয়েছেন। বতমানে তিনি ইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়ংওয়ান’এ চাকরি করেন। সেই ছেলে বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করেন এবং সম্পত্তি দখল করেছেন। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হলে বিচারক তা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি দাবিতে পিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। একপর্যায়ে ২০১৭ সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছা সত্ত্বেও বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার ২৪ শতক জমি ছেলের নামে রেজিস্ট্রি দিতে বাধ্য হন। এছাড়া বাদীর কাছ থেকে নেয়া ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। সমপ্রতি আসামি ঘরভিটা নিজের নামে রেজিস্ট্রি দিতে চাপ দিয়ে আসছিলেন। নতুবা ২০ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই সকালে বৃদ্ধ বাবার ওপর হামলা চালানো হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় মাহফুজুলকে বসতভিটা থেকে উচ্ছেদেরও হুমকি দেয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির জুলুস আজ
পরবর্তী নিবন্ধ৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার