মীরসরাইয়ের জোরারগঞ্জের করেরহাটে বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও বিধবা নারীদের ভালোবাসার থলে তুলে দিয়েছেন মীরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ম. নুরুল আবছার। গত ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় উপহার স্বরূপ এসব সামগ্রী ঘরে ঘরে পাঠানো হয়েছে। একই দিন পশ্চিম জোয়ার এতিম থানায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝেও বস্ত্র, লুঙ্গি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বারৈয়ারহাট কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ম. নুরুল আবছর বলেন, লকডাউনে সারা দেশের ন্যায় এখানকার খেটে খাওয়া মানুষরা বড় বিপাকে পড়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও মাঝে মাঝে বাঁচতে হয়। এসময় উপস্থিত ছিলেন, জামশেদ আলম, নাছির উদ্দিন আহমেদ, মিসেস পারভীনসহ এলাকার স্বেচ্ছাসেবকরা। এর আগে চলতি রমজানের শুরুতে প্রথম দফায় সময় পশ্চিম জোয়ারা গ্রামে শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী, হালিশহর এইচ ব্লক এলাকায় শতাধিক দিনমজুরের মাঝে লুঙ্গি বিতরণ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।