মীরসরাই উপজেলার বারৈয়ারহাট–রামগড় সড়কের বাদামতলা এলাকায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস উল্টে কনের বৃদ্ধ নানীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাড়িটি নামিয়ে দেন। এ সময় চালক দরজা খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান। মাইক্রোবাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় কনের বৃদ্ধ নানী ফাতেমা বেগম (৬০) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী হামিদুল ইসলাম বলেন, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রোবাস একসঙ্গে আসছিল। হঠাৎ কালো রঙের মাইক্রোবাসটি সড়কের পাশে নামিয়ে দেয় চালক এবং সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নেমে যায়। গাড়িটির গতি খুব বেশি ছিল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি ও হতাহতদের উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।












