মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের খিলমুরারী গ্রামে বিষপানে রোকছানা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার নাজিম উদ্দিনের (৩০) স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০২০ সালে রোকসানা আক্তারের সাথে নাজিম উদ্দিনের বিবাহ হয়। বর্তমানে তাদের সংসারে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী নামে এক ছেলে সন্তান আছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রোকসানা স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে। একপর্যায়ে পরিবারের লোকজন টের পেয়ে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনা জানতে পেরে বিকেলের দিকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, রোকছানা আক্তারের স্বামীর পরিবার জানিয়েছে, বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোকসানার মা–বাবার পরিবারের কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখা হবে।