মীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর ছোট ভাই আশেক ইকবাল চৌধুরী (৪২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বড়তাকিয়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এদিকে নির্বাচন ঘিরে উপজেলার কয়েকটি ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী (ঘোড়া প্রতিক) জাহেদ ইকবাল চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমার ছোট ভাই আশেক ইকবাল চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় দুর্বৃত্তরা আমি নির্বাচন করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। নৌকার প্রার্থী মাহফুজুল হক জুনুর ইন্ধনে এ হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। আহতের ভগ্নিপতি মনজুর আলম বলেন, এক পর্যায়ে আশেপাশের লোকজন উদ্ধার করলে তাকে রাতেই প্রথমে বাড়িতে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ভোর রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক প্রার্থী মাহফুজুল হক জুনু বলেন, এমন একটি হামলার কথা আমিও শুনেছি। তবে এই বিষয়ে আমাদের দলের কোন নেতাকর্মী জড়িত নয়। সুষ্ঠ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আমার বিষয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসাইন বলেন, আমরা এমন কোন ঘটনা সম্পর্কে অবহিত নই। কেউ লিখিত অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, এই ঘটনার বিষয়ে কেউ কোন প্রকার অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

পূর্ববর্তী নিবন্ধরেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে জিডি
পরবর্তী নিবন্ধআরটিপিসিআর ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু