চট্টগ্রামের মীরসরাইয়ে ৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বিজয় একাত্তর সম্মাননা-২১’ প্রদান করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) মীরসরাই উপজেলা শাখা। গত সোমবার রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে সংগঠনটির পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। কিছু পাওয়ার জন্য নয়। বিশ্বে যেমন বঙ্গবন্ধুর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে তেমনি এই দেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে। মুক্তিযোদ্ধার সন্তানদের এই উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এই সম্মাননার উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস রক্ষার দায়িত্ব মুক্তিযোদ্ধার সন্তানদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুব উর রহমান রুহেল। মেলার প্রধান সমন্বয়ক রেজাউল করিম মাস্টারের সভাপতিত্বে সংগঠনের সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ, মেলার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, আমুস জেলা সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আলী, মহানগর সভাপতি জিয়া উদ্দিন জিয়া, সাবেক সাধারণ সম্পাদক মসরুর হোসেন, মীরসরাই ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পিপিএম ও নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জোরারগঞ্জ থানার ওসি এবং মীরসরাই থানার ওসিকে ও বিশেষ সম্মানে ভূষিত করা হয়।