মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।
বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজী জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি যৌথ মিছিল বের হয় বারইয়ারহাট বাজারে। মিছিলের এক পর্যায়ে কতিপয় হামলাকারী তার বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং কাচারি, বাড়ির ঘাটলাসহ বাড়ির বিভিন্ন অংশে ভাংচুর করে। এ সময় বাড়ির শিশু কিশোর বৃদ্ধ ও মহিলারা আতংকগ্রস্ত হয়ে পড়েন।
গোলাম আকবর খোন্দকারের নিন্দা : এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। এক বিবৃতিতে তিনি অবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।