মীরসরাইয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।

বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজী জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি যৌথ মিছিল বের হয় বারইয়ারহাট বাজারে। মিছিলের এক পর্যায়ে কতিপয় হামলাকারী তার বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং কাচারি, বাড়ির ঘাটলাসহ বাড়ির বিভিন্ন অংশে ভাংচুর করে। এ সময় বাড়ির শিশু কিশোর বৃদ্ধ ও মহিলারা আতংকগ্রস্ত হয়ে পড়েন।

গোলাম আকবর খোন্দকারের নিন্দা : এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। এক বিবৃতিতে তিনি অবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধক্লাসে শিক্ষকদের অনুপস্থিতি, গভর্নিং বডিকে নজরদারির নির্দেশ
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা