মীরসরাইয়ে বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিএনপি ও যুবদলের পাঁচ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে গতকাল দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। সকাল থেকে মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এবং দুপুরে মহাসড়কের মীরসরাই উপজেলা সদরে মিছিল শেষে মীরসরাই কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশ করেছে বহিষ্কার হওয়া নেতাদের অনুসারীরা।

এর আগে গত মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামকে বহিষ্কার করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও উক্ত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে মীরসরাই ও বারইয়াহাট পৌর এলাকা, উপজেলা সদর, জোরারগঞ্জ, বড়তাকিয়া, আবুতোরাব, করেরহাট বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করে। মীরসরাই উপজেলা সদরের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ারদি, বিএনপি নেতা মোশাররফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু প্রমুখ। এর আগে বিএনপি ও যুবদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মঙ্গলবার রাতে তাৎক্ষণিক করেরহাট, মীরসরাই উপজেলা সদর, বারইয়ারহাট, বড়তাকিয়াসহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মীরসরাই ও বারইয়াহাটের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, নেতাকর্মীদের পাশে ছিলেন, মীরসরাই জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে বলবআপনারা মীরসরাইয়ে একটি তদন্ত টিম পাঠান। সেই টিম নুরুল আমিন চেয়ারম্যান সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত কিনা খতিয়ে দেখুক। পাশাপাশি যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা খতিয়ে দেখে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় ইতিহাসের ষষ্ঠ তীব্রতম ভূমিকম্প, মাত্রা ৮.৮
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আ. লীগ নেত্রী পাখি গ্রেপ্তার