ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশর চালক মো. আখেরুজামান (৪২) নামে একজন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. ইছাক মিয়া সড়ক দুর্ঘটনার বড়তাকিয়া ইউটার্নে ফেনী থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস এবং একটি অটোরিক্সার মূখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত আটোরিকশা চালক মো. আখেরুজ্জামান ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার পূর্ব পোলমোগরা গ্রামের মৃত. সামসুল হকের পুত্র। তার স্ত্রী এবং দুই শিশু পুত্র সন্তান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।