মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে এক কিশোরকে পালাক্রমে বলৎকারের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৩১ আগস্ট বিকেলে উপজেলার আবুতোরাব এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একইদিন ওই কিশোরের মা বাদি হয়ে ৫ জনকে আসামি করে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আজিজ মান্নান প্রকাশ আফিফ (২৮), একই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার দেলু মেম্বার বাড়ির বদিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আবদুর রশিদ ভেলুর ছেলে আইয়ুব খাঁন (৫৮) ও বগুড়া জেলার ধনুট থানার শ্যামল বাড়ি এলাকার কালু ফকিরের ছেলে এনামুল হক (৩৮)। এছাড়া মামলার এজাহার নামীয় আসামী মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিন (৩০) পলাতক রয়েছে। এই বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে ওই কিশোরকে জোরপূর্বকভাবে বলৎকার করার অপরাধে তার মা থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় এজাহারনামীয় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য আগামীকাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।