মীরসরাইয়ে প্লাস্টিকের গোডাউনে আগুন

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও মালামাল পুড়ে যায়।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বস্তাসহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে ওই গোডাউনে পরিষ্কার করে পুনরায় বিক্রির জন্য রাখা হতো। দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই গোডাউনের সব ব্যাগ ও মালামাল পুড়ে যায়। তবে ঘটনার দিন কাজ বন্ধ থাকায় গোডাউনে কেউ অবস্থান করছিলেন না।

গোডাউন মালিক সেলিম উদ্দিন বলেন, সকাল ১১টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পাই। ছুটে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে, তালা ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভানো হয়। তিনি জানান, ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চালাচ্ছিলেন এই ব্যবসা। আগুনে সব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন এ ব্যবসায়ী।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের বাইরে সিদ্ধান্ত ঘোষণা হলে দায় সরকারের
পরবর্তী নিবন্ধঅভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : প্রেস সচিব