মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর গ্রামের প্রবাসী মো. মোস্তফা ও মো. রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরে কেউ ছিল না। চোরের দল টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে।
প্রবাসী রাসেলের শ্বশুর এনামুল হক জানান, মঙ্গলবার সকালে ঘরে যান তারা। এ সময় দেখতে পান ঘরের আলমারি ও শোকেসের তালা ভাঙা। চোরের দল নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, চুরির ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।