মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের নাদের (৫৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের রঘুরাথপুর গ্রামের নিজ ঘরে সিলিং এর সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। প্রতিবেশী আজিজুর রহমান জানান, নাদের কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে তা চালাতে গিয়ে প্রায় ৮০ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। সেই দুশ্চিন্তায় সে এভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে একটি চিরকুটে লিখে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। স্থানীয় চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব জানান, মানুষটি খুবই ভালো ছিল।












